হোম > সারা দেশ > ঢাকা

জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার না হলে জাকসু নির্বাচন আটকে দেওয়ার হুমকি ছাত্রদল নেতার

জাবি প্রতিনিধি 

হামিদুল্লাহ সালমান। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের বিচার না হলে জাকসু আটকে দেওয়ার হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান। তিনি ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে জাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদসমূহের নির্বাচনে অংশগ্রহণকারী বৈধ প্রার্থীদের সঙ্গে জাকসু নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় তিনি এ হুমকি দেন।

হামিদুল্লাহ সালমান বলেন, ‘৩১ আগস্টের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার করার কথা ছিল। কিন্তু সে বিচার এখনো হয়নি। জাকসুর আগে যদি এই শিক্ষকদের বিচার না হয় এবং হল থেকে অছাত্রদের বের না করা হয়, তাহলে ১১ তারিখ জাকসু হতে দেব না।’

তবে এ বক্তব্যের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সভায় উপস্থিত শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে হামিদুল্লাহ সালমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাকসু হওয়ার আগে আমরা সবাই ফ্যাসিস্ট শিক্ষকদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু এখন অনেকে চুপ হয়ে গেছে। জাকসুর আগে যদি বিচার সম্পন্ন না হয়, সে ক্ষেত্রে আমি একা লড়াই চালিয়ে যাব।’

সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, কোনো অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। যথাসময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ