হোম > সারা দেশ > ঢাকা

দাবি বাস্তবায়নে ৩ দিনের সময় দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাবির অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজ সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। শনিবারের মধ্যে সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। বৃহস্পতিবার সব ক্যাম্পাসে গণসংযোগ করব, সবার সঙ্গে আলোচনা করব।’ 

কবি নজরুল কলেজের আদিল মোহাম্মদ বলেন, ‘আমরা অধিকার নিয়ে মাঠে নেমেছি, দাবি আদায়ে অনড়। তবে আমরা মানুষের দুর্ভোগ ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়ে দিয়েছি। দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ ও অবস্থান নিতে দেখা যায়। ১০টার দিকে বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন আন্দোলনকারীরা। ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ