হোম > সারা দেশ > ঢাকা

দাবি বাস্তবায়নে ৩ দিনের সময় দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ তিন দফা দাবি আদায়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাবির অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজ সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। শনিবারের মধ্যে সমস্যা সমাধান না হলে আরেকবার সংবাদ সম্মেলন করে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। বৃহস্পতিবার সব ক্যাম্পাসে গণসংযোগ করব, সবার সঙ্গে আলোচনা করব।’ 

কবি নজরুল কলেজের আদিল মোহাম্মদ বলেন, ‘আমরা অধিকার নিয়ে মাঠে নেমেছি, দাবি আদায়ে অনড়। তবে আমরা মানুষের দুর্ভোগ ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়ে দিয়েছি। দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ ও অবস্থান নিতে দেখা যায়। ১০টার দিকে বিভিন্ন কলেজ থেকে ঢাকা কলেজে জড়ো হন আন্দোলনকারীরা। ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ