হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

প্রতিনিধি, ঢামেক (ঢাকা)

রাজধানীর হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেকে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 

দগ্ধ তিন বন্ধু হলেন ফরহাদ আকাশ (২১), আল কাবিদ (২২) ও মোমিনুস সালেহিন সিয়াম (১৮)। 

বুধবার বিকেলে বন্ধুরা মিলে রাজধানীর হাতিরঝিল এলাকায় ঘুরতে এসেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে আসা আরেক বন্ধু নাজমুস সাকিব মাহি বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। আমি একটু দূরে ছিলাম। হঠাৎ ট্যাংকের বিস্ফোরণ হয়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। পরে কর্তব্যরত পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

মাহি আরও বলেন, সিয়াম হাতিরঝিল পাগলা মাজার এলাকায় বড় ভাইয়ের কাছে থাকেন। তিনি এসএসসি পরীক্ষার্থী। আল কাবিদের বাড়ি ঝিনাইদহ সদরে। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে মাহির বাসায় থাকেন। সেখানে থেকেই চাকরির চেষ্টা করছেন। আর ফরহাদ আকাশের বাসা নবীনগর নিরিবিলি এলাকায়। তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছেন। 

দুর্ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন লেকের সেপটিক ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ট্যাংক থেকে গ্যাস বিস্ফোরণ হয়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। দগ্ধ তিনজনেরই হাত-পা ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে।’ 

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে