হোম > সারা দেশ > ঢাকা

বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার দুজনকে গ্রেপ্তার করা হয়।

১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান। 

আনোয়ার শহীদ গম গবেষণাকেন্দ্রে ১৯৭৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে পরিচালক পদমর্যাদায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর সর্বশেষ কর্মস্থল জয়দেবপুর থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং কোনো সন্তান না থাকায় তিনি তাঁর ছোট বোন ফেরদৌস সুলতানার সঙ্গে কল্যাণপুর থাকতেন। হত্যার পর তাঁর বোন বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ