হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মসজিদ ইমামের কক্ষে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার বায়তুল কোরবান মসজিদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল পৌষারপুকুর আল আমিনবাগ এলাকার কারখানা শ্রমিক আলমগীর হোসেনের ছেলে। মসজিদ সংশ্লিষ্টদের দাবি, চুরির উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করায় তাঁকে ইমামের রুমে আটকে রাখা হয়েছিল। 

এ নিয়ে মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, ‘এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারি চুরি করে পালাচ্ছিল। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি ইমাম সাহেবকে জানালে তিনি বলেন, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে রুমে আটকে রাখতে এবং নামাজ শেষে কমিটির হাতে সোপর্দ করতে। এর পর তাকে ইমাম ইমাম মাওলানা মহিউদ্দিনের রুমে আটকে রেখে সবাই নামাজ আদায় করে। নামাজ শেষে কমিটির লোকজন নিয়ে রুমে ঢুকে দেখা যায় সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।’ 

এ নিয়ে বিল্লালের নানি লাল বানু বলেন, ‘বিল্লাল গার্মেন্টসে কাজ করত। সেও ওই মসজিদে নামাজ পড়তে যেত প্রায়ই। রাতে খবর পাইসি সে গলায় ফাঁস দিসে। সে তো ফাঁসি দেওনের মতো পোলা না। আমি এইটার বিচার চাই।’ 

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১