হোম > সারা দেশ > মানিকগঞ্জ

১ কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যানসারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি

জরায়ু ক্যানসার প্রতিরোধে সারা দেশে পর্যায়ক্রমে এক কোটি ২৫ লাখের বেশি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপরে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুলপড়ুয়া ৯ থেকে ১৫ বছর বয়সী প্রতিটি মেয়েকে এক ডোজ জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। মানিকগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ হাজার টিকা দেওয়া হবে এবং ঢাকা বিভাগে দেওয়া হবে ২৩ লাখ টিকা। পর্যায়ক্রমে সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে এই টিকা কার্যক্রম এক মাস চলবে। পর্যায়ক্রমে সারা দেশে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি স্বাস্থ্য-সেবা নিয়ে বিভ্রান্তমূলক কথা বলেছে। আমরা দেখেছি বিএনপি টিকা নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে। বিএনপির কথায় মানুষ বিভ্রান্ত হলে, এই দেশে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে এই স্বাস্থ্য-সেবা নিয়ে বিএনপি কখনো বিভ্রান্তিকর তথ্য ছড়াতো না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি মা-বোনদের বেশি দেখেন। মেয়েদের জন্য বিনা মূল্যে বই বিতরণ, চাকরিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নের নারীদের ভূমিকা অনেক। যা আগে কখনো ছিল না। এ বছর এমবিবিএস এ ৭০ ভাগ মেয়েরা ভর্তি হয়েছে, তারা ডাক্তার হবে। আমরা প্রায় ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়েছি, সেখানেও ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আপনার খেয়াল রাখবেন, মানিকগঞ্জবাসী গত ১৫ বছরে কি পেয়েছে, কি সেবা পেয়েছে, কি উন্নয়ন পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে, আপনাদের কাছে এই প্রত্যাশা রাখছি। আপনারা ভোটের মাধ্যমে আবারও আমাদের আওয়ামী লীগকে উন্নয়ন করার সুযোগ দেবেন।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আল খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশ্বাদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন