হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি প্রতিনিধি 

জাবিতে ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।

এ সময় বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মুন্নার সঞ্চালনায় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, ‘কয়েক দিন ধরে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমাদের এই মানববন্ধন থেকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।’

জাবিতে ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যার ফলে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হচ্ছে, আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি নাই। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে মাঠে নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।’

সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম বলেন, ‘আমরা সবাই জানি, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এখন পর্যন্ত আমরা এর বাস্তবায়ন দেখতে পাই নাই। যে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সমাজে সেই অপরাধের অস্তিত্বই থাকা উচিত না। কিন্তু এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা নিকটতম সময়ে এর কোনো প্রতিকার দেখতে পাইনি, আমরা কোনো রায় শুনিনি যেখানে ধর্ষকের ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিছুদিন পরপর এ রকম ঘটনা ঘটবে, আমরা প্রতিবাদ জানাব আর রাষ্ট্র শুধু শুনে যাবে—এই পরিস্থিতির সমাপ্তি ঘটাতে হবে। জুলাই-আগস্টে আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের দমন করেছি, এবারের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্ষকদের নির্মূল করতে চাই।’

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা