হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবাধ তথ্যপ্রবাহের আহ্বান বিএইচআরএফ নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবাধ তথ্যপ্রবাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে বিএইচআরএফের নেতৃবৃন্দ এই আহ্বান জানান।

সাধারণ সভা শেষে আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

এতে রাশেদ রাব্বিকে (আমাদের সময়) সভাপতি এবং মাইনুল হাসান সোহেলকে (ইনকিলাব) সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এ ছাড়া নতুন কমিটিতে সহসভাপতি পদে লাবনী গুহ রায় (বৈশাখী টেলিভিশন) ও সেবিকা দেবনাথ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দিনার সুলতানা (বাংলাদেশ টেলিভিশন), অর্থ সম্পাদক পদে বায়েজিদ মুন্সি (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদ কমল (মাছরাঙ্গা টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তাওছিয়া তাজমিম (বিজনেস স্ট্যান্ডার্ড) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে তৌফিক মারুফ (ডেইলি টাইমস অব বাংলাদেশ), শিশির মোড়ল (প্রথম আলো), জান্নাতুল বাকেয়া কেকা (চ্যানেল আই), আয়নাল হোসেন (আজকের পত্রিকা), ফরিদ উদ্দিন (দৈনিক মানবজমিন), জাকিয়া আহমেন (বাংলা ট্রিবিউন) ও হাসান মিসবাহ (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) নির্বাচিত হন।

এর আগে বিএইচআরএফের বিদায়ী সভাপতি ডেইলি টাইমস অব বাংলাদেশের নির্বাহী সম্পাদক তৌফিক মারুফের সভাপতিত্বে আগের মেয়াদের সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি ও কোষাধ্যক্ষ নেসার উদ্দিন বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে প্রতিবেদন দুটি পাস হয়।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ