হোম > সারা দেশ > ঢাকা

হাবিবসহ বিএনপি জামায়াতের ১২১ নেতা কর্মীকে মামলা থেকে অব্যাহতি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

২০১৮ সালের নভেম্বরে গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধর করা এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ বিএনপি ও জামায়াতের ১২১ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তাদের অব্যাহতি দেন।

এর আগে আসামিদের পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাদের আইনজীবীরা। আইনজীবীরা আবেদনে বলেছেন, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও অস্পষ্ট। তা ছাড়া তাদের হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন। আসামি পক্ষের আইনবীবী চৈতন্য চন্দ্র হালদার ১২১ জনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ২০১৮ সালের ৩১ নভেম্বর রাজধানীর রমনা এলাকার সেগুনবাগিচায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একদল নেতাকর্মী জড়ো হন ও বেআইনি সমাবেশ করেন।

একপর্যায়ে পুলিশ সমাবেশে বাধা দেয়। লোকজন যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেয় যাতে তিন পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে হাবিবসহ ৯৮ জনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন।

তদন্তের পর পুলিশ একই বছরের ১৭ ডিসেম্বর হাবিবসহ ১২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির