হোম > সারা দেশ > গাজীপুর

বঙ্গবন্ধু সাফারি পার্ক: হাতির মৃত্যুর তথ্য সংগ্রহে গিয়ে মিলল সিংহীর মৃত্যুর খবর

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংহীটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম। কিন্তু সিংহীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।

আজ সোমবার শ্রীপুর থানায় গত ২১ ডিসেম্বরের হাতি মারা যাওয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইনও বিষয়টি জানেন।

গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সাফারি পার্কের সিংহী বেষ্টনীতে সিংহীটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সকালে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. রফিকুল ইসলাম। 

থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মৃত সিংহটি মাদি, তার আনুমানিক বয়স ১৪ বছর। 

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইন বলেন, ‘হঠাৎ করে আবারও প্রাণী মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হচ্ছে। সম্প্রতি একটি হাতি ও একটি সিংহীর মৃত্যুতে জিডি হয়েছে।’ 

এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিংহী মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে সিংহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। কোনো ধরনের অবহেলার প্রমাণ পেলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আসলে প্রাণীগুলো মারা যাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন তাদের সঠিক পরিচর্যা, খাদ্য, বাসস্থান—এসব বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এগুলো যেকোনো একটির সমস্যা থাকলে প্রাণীর মৃত্যু হতে পারে। হঠাৎ করে প্রাণী মৃত্যু খারাপ সংবাদ। প্রতিবছর একই সময়ে ধারাবাহিক প্রাণীর মৃত্যু খুবই দুঃখজনক। গত বছরের প্রাণী মৃত্যু আর এ বছরের প্রাণী মৃত্যুর সঙ্গে কী ধরনের মিল রয়েছে, তা আমি সরেজমিনে গিয়ে বুঝতে পারব। সব মিলিয়ে প্রাণীগুলোর সঠিক পরিচর্যা না পেলে বা অবহেলা থাকলে মৃত্যু হতে পারে।’ 

প্রসঙ্গ, ২০২২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা যায়। এরপর দায়িত্বে অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ তবিবুর রহমানসহ চারজনকে বরখাস্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আবার গত ২১ ডিসেম্বর একটি হাতির মৃত্যু হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন