মুন্সিগঞ্জের শ্রীনগরে ওয়ারেন্টভুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের কালাই চান শেখের ছেলে মারফত শেখ (৫৫), পাটাভোগ ফৈনপুর গ্রামের আবুল শেখের ছেলে রুবেল শেখ (৩০), ছনবাড়ী গ্রামের প্রদীপ সরকারের ছেলে সৌরভ সরকার (২৯), বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের হালিম শিকদারের ছেলে রহমান শিকদার (৪২) ও সাগর শিকদার (২৭)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তারা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।