হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশকে ১ কোটি ৪০ লাখ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজার করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) আওতায় এ টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের মত। গতকাল (মঙ্গলবার) করোনায় দুজন মারা গিয়েছেন।’ 

করোনা এবং বিভিন্ন বিষয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। 
বৈঠকে করোনার টিকাকে জনসাধারণের পণ্য এবং সব দেশের জন্য সহজলভ্য করার দাবি জানায় বাংলাদেশ। সেই সঙ্গে করোনার টিকা উৎপাদনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা এবং উৎসাহ দিতেও দাবি জানায় বাংলাদেশ, যাতে দেশেই স্থানীয় ভাবে এটি উৎপাদন করা যায়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান যে এরই মধ্যে বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। আর ৩ কোটি ২০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। ১৬ কোটি ৫০ লাখ মানুষ কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে বাংলাদেশের আরও টিকা দরকার বলে বৈঠকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল