হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশকে ১ কোটি ৪০ লাখ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজার করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) আওতায় এ টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের মত। গতকাল (মঙ্গলবার) করোনায় দুজন মারা গিয়েছেন।’ 

করোনা এবং বিভিন্ন বিষয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। 
বৈঠকে করোনার টিকাকে জনসাধারণের পণ্য এবং সব দেশের জন্য সহজলভ্য করার দাবি জানায় বাংলাদেশ। সেই সঙ্গে করোনার টিকা উৎপাদনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা এবং উৎসাহ দিতেও দাবি জানায় বাংলাদেশ, যাতে দেশেই স্থানীয় ভাবে এটি উৎপাদন করা যায়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান যে এরই মধ্যে বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। আর ৩ কোটি ২০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। ১৬ কোটি ৫০ লাখ মানুষ কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে বাংলাদেশের আরও টিকা দরকার বলে বৈঠকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ