হোম > সারা দেশ > ঢাকা

খাগড়াছড়িতে কারাগারে বসে পরীক্ষা দিয়েছে ৩ শিক্ষার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। 

এদের মধ্যে দুজনই পৃথক হত্যা মামলার আসামি। মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী এক বছর ধরে কারাগারে রয়েছে। আরেকজন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সে কয়েক দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষর্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আছে। 

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিয়েছে। তাঁরা তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা শুরু করেছে।’

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, ‘জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী