হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত লাশ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরার এলাকার একটি বাসা থেকে কাজী আরিফ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রামপুরা জামতলার তিনতলা একটি বাসায় এ ঘটনা ঘটে। 

মৃত কাজী আরিফ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি গ্রামের কাজী মতিউর রহমানের ছেলে। বর্তমানে রামপুরা জামতলার বাসায় স্ত্রী মোর্সেদা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। 

কাজী আরিফের স্ত্রী মোর্সেদা বেগম জানান, তাঁরা জামতলার বাসার তিনতলায় ভাড়া থাকেন। তাঁর স্বামী কাজী আরিফ ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। ঘরে তাঁর এক ছেলে এক মেয়ে রয়েছে। বেশ কয়েক দিন যাবৎ সংসারে টাকা পয়সা দিতে চাইতেন না আরিফ। 

মোর্সেদা বেগম বলেন, ‘পরে জানতে পারি এক বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছেন আরিফ। এসব বিষয় নিয়ে গতকাল রাতে তাঁর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পরেও দরজা খোলে না। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পাই আরিফ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে। পরে দ্রুত তাঁকে মুগদা জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল বলেন, ‘সকালে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে গত রাতে গলায় ফাঁসি দিয়েছে বলে পরিবার থেকে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা