হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কার্টনবন্দী অজ্ঞাত নারীর খণ্ডিত পা–দেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ার বিশমাইলে পড়ে থাকা দুটি কার্টন থেকে অজ্ঞাত নারীর তিন টুকরো খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর একটি কার্টনে দুই পা, আরেকটিতে দেহ থাকলেও সেখানে মাথা নেই। ঘটনাস্থলে কাজ করছে র‍্যাব ও পুলিশের একাধিক দল। 

আজ বৃহস্পতিবার রাতে বিশমাইল-জিরাব সড়কের কাঠগড়া চৌরাস্তা থেকে কার্টনবন্দী এ লাশের টুকরা উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলের দিকে স্থানীয়রা কার্টন দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের সামনে থাকা কাঠের চৌকির ওপরে একটি ও নিচে আরেকটি কার্টন রাখা ছিল। 

তারা জানান, কাঠগড়া চৌরাস্তা আশুলিয়ার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রায় সারা দিনই এখানে যানজট লেগেই থাকে। এমন ব্যস্ত সড়কের পাশে এভাবে লাশ রেখে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। 

দোকানি জমির উদ্দিন বলেন, দোকান আজ সারা দিন বন্ধই ছিল। বিকেলে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টন। ভাবলাম কেউ মনে হয় ভুলে রেখে গেছে। অনেকক্ষণ হয়ে গেলে পরে আশপাশের লোকজনকে জানাই। তারা এসে একটা কার্টন খুলতে গেলে পা দেখা যায়। পরে আমরা দ্রুত পুলিশকে খবর দেই।’ 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে এখানে উপস্থিত হই। লাশ উদ্ধারের কাজ চলছে। খণ্ডিত লাশ পাওয়া গেছে তবে মাথা নেই। র‍্যাব আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পিবিআই, সিআইডিও ক্রাইম সিন ভিজিট করবে, তারাও আঙুলের ছাপ নিবে। কে বা কারা কখন এগুলো রেখে গেছে আমরা তদন্ত করে দেখছি।’

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল