হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় কার্টনবন্দী অজ্ঞাত নারীর খণ্ডিত পা–দেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ার বিশমাইলে পড়ে থাকা দুটি কার্টন থেকে অজ্ঞাত নারীর তিন টুকরো খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর একটি কার্টনে দুই পা, আরেকটিতে দেহ থাকলেও সেখানে মাথা নেই। ঘটনাস্থলে কাজ করছে র‍্যাব ও পুলিশের একাধিক দল। 

আজ বৃহস্পতিবার রাতে বিশমাইল-জিরাব সড়কের কাঠগড়া চৌরাস্তা থেকে কার্টনবন্দী এ লাশের টুকরা উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলের দিকে স্থানীয়রা কার্টন দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের সামনে থাকা কাঠের চৌকির ওপরে একটি ও নিচে আরেকটি কার্টন রাখা ছিল। 

তারা জানান, কাঠগড়া চৌরাস্তা আশুলিয়ার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রায় সারা দিনই এখানে যানজট লেগেই থাকে। এমন ব্যস্ত সড়কের পাশে এভাবে লাশ রেখে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। 

দোকানি জমির উদ্দিন বলেন, দোকান আজ সারা দিন বন্ধই ছিল। বিকেলে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টন। ভাবলাম কেউ মনে হয় ভুলে রেখে গেছে। অনেকক্ষণ হয়ে গেলে পরে আশপাশের লোকজনকে জানাই। তারা এসে একটা কার্টন খুলতে গেলে পা দেখা যায়। পরে আমরা দ্রুত পুলিশকে খবর দেই।’ 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে এখানে উপস্থিত হই। লাশ উদ্ধারের কাজ চলছে। খণ্ডিত লাশ পাওয়া গেছে তবে মাথা নেই। র‍্যাব আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পিবিআই, সিআইডিও ক্রাইম সিন ভিজিট করবে, তারাও আঙুলের ছাপ নিবে। কে বা কারা কখন এগুলো রেখে গেছে আমরা তদন্ত করে দেখছি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ