হোম > সারা দেশ > ঢাকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে ‎অব্যাহতিপ্রাপ্ত এসআইদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন ‎বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের অব্যাহতিপ্রাপ্তরা। আজ সোমবার সকাল ১০টা থেকে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন তাঁরা। ‎

‎শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। এরপর চাকরিতে পুনর্বহালের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন তাঁরা।

‎মানববন্ধনে অংশ নেওয়া অব্যাহতিপ্রাপ্ত সুবীর রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত কয়েক মাস ধরে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ সদর দপ্তর কোনো সুরাহা করছে না। তাই আমরা আজ আবারও পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করছি।’‎

‎তিনি বলেন, ‘আমাদের এখন চাকরির বয়স শেষ। এ সময় চাকরি না থাকলে মানবেতর জীবন কাটাতে হবে। তাই সব অব্যাহতিপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

‎‎মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, তাদের নানা অজুহাতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেসব শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো অবান্তর।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ