পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবিপ্রধানের দায়িত্ব পেয়েছেন। একই আদেশে গোয়েন্দা পুলিশের প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
একই আদেশে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে একই পদে পদায়ন করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপি ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে বদলি করা হয়েছে।