হোম > সারা দেশ > ঢাকা

মুফতি যুবায়ের আহমাদের সন্ধান দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিখোঁজ মুফতি যুবায়ের আহমাদের সন্ধান দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুফতি যুবায়েরের পরিবার তাঁর সন্ধান দাবি করে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ।

সংবাদ সম্মেলনে যুবায়ের আহমাদের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে নেমে তিনি তাঁর স্ত্রীকে ফোন করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

তাঁরা জানান, মুফতি যুবায়ের আহমাদ রংপুরে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনার সময় মাদ্রাসাগুলো বন্ধ থাকায় পুনরায় কীভাবে নতুন করে শিক্ষা কার্যক্রম চালু করা যায় সে বিষয়ে আলোচনা করতে তিনি রংপুর গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে প্রথমে তুরাগ থানা ও পরবর্তীতে বিমান বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও থানা-পুলিশ অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন পরিবারটি। তারা বলেন, ‘প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনো রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর আবার গেলে ভালো করে খোঁজ করতে বলা হয়।’ 

মুফতি যুবায়েরের স্ত্রী জানান, তিনি কোন রাজনৈতিক দল, মতের সঙ্গে যুক্ত নন। মুফতি জুবায়ের আহমাদ ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে বর্তমানে রাজধানীর মান্ডায় অবস্থিত ইসলামি দাওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। 

দেশের নাগরিক হিসেবে তারও বেঁচে থাকার ও একজন নিরপরাধ মানুষ হিসেবে সবার সঙ্গে মিলেমিশে জনকল্যাণকর কাজ করার অধিকার আছে দাবি করে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন