হোম > সারা দেশ > ঢাকা

চক্রটির টার্গেট প্রবাসী ও বিদেশি নাগরিক

নিজস্ব প্রতিবেদক ঢাকা

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসী ও বিদেশি নাগরিকদের টার্গেট করে অপরাধ কার্যক্রম চালাত চক্রটি। প্রবাস থেকে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসা বিদেশি ও প্রবাসীদের বিমানবন্দরে নামার পরই টার্গেট করত। গাড়ির জন্য অপেক্ষায় থাকা প্রবাসীদের গাড়ি দিয়ে সহযোগিতার নামে গাড়িতে তুলে অস্ত্রের মুখে জিম্মি করত। আবার কখনো সখ্য গড়ে চক্রের সদস্যরা টার্গেট করা প্রবাসীদের চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঢাকার বাইরে ফেলে দিত। লুট করত সঙ্গে থাকা সব মালামাল। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল মীরবাগ এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদুল হক, আমির হোসেন হাওলাদার ও শামীম। এ সময় তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের একটি পাসপোর্টসহ পাঁচটি পাসপোর্ট, দুটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, আইপ্যাড, ওয়ার্ক পারমিট, বিএমইটি কার্ড, অফিস আইডি, চাকু, ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলনে ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, চক্রটি বেশ কিছুদিনের মধ্যে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে। বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষারত প্রবাসীদের সঙ্গে কৌশলে সম্পর্ক করে। পরে তাঁদের (প্রবাসীদের) টার্গেট করে পিছু নেয়। তাঁদের সুবিধামতো জায়গায় প্রবাসীদের গতিরোধ করে অস্ত্রের মুখে সব লুট করে। অনেক সময় তারা অজ্ঞান পার্টির হয়ে কাজ করে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ