হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে মোছা. ফেরদৌসি (২০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে পাকুরিয়া এলাকার মমিন মোল্লার টিনশেড বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ওই নারী পোশাক শ্রমিকের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুরুপপুর গ্রামে। সে তুরাগের পাকুরিয়ায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করত।

এলাকার লোকজন আজকের পত্রিকাকে বলেন, ফেরদৌসি একটি পোশাক কারখানার শ্রমিক। তার স্বামী মো. আনোয়ার একজন রিকশা চালক। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে ফেরদৌসি টিনের ঘরের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা স্বামী-স্ত্রী একে অপরকে সন্দেহ করত। সন্দেহের কারণে পারিবারিক কলেহের জের ধরে মৌসুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।’

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর