হোম > সারা দেশ > শরীয়তপুর

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজন খুন, ঘরে আগুন

শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাইকে জখম এবং ১২টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, বগুড়ার ধুনট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরও তিনজন খুন হয়েছেন।

আমাদের প্রতিনিধিরা জানান, গত বুধবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় ফারুক মোল্লাকে হত্যা করা হয়। তিনি দোকান ব্যবসায়ী ছিলেন। ফারুক মোল্লা চরকুমারীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ফারুক ও তাঁর ভাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজ মোল্লার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে ফারুক মোল্লা ও তাঁর ছোট ভাই ফরহাদ মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ইউপি সদস্য সিরাজ মোল্লা পালিয়ে যেতে সক্ষম হন। পর দুর্বৃত্তরা তাঁদের বসতঘরসহ ১২টি ঘরে অগ্নিসংযোগ করে চলে যায়। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারুক মোল্লা মারা গেছেন।

শাহজাদপুরে আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ রোজগার আলীর ছেলে।

ধুনটে দুর্বৃত্তের মারধরে আহত আল-আমিন (২৪) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট শহরের জুতা ব্যবসায়ী ছিলেন।

গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিন মারা যান। আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলে করে বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল-আমিন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁদের মারধর করে।

রাঙ্গুনিয়ায় জায়গাসংক্রান্ত বিরোধে মামার কাঠের লাঠির (বাটাম) আঘাতে ভাগনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের সোমবারিয়া হাটবাজারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ (২৮)। তিনি একই ইউনিয়নের সুখবিলাস বুড়ির বাপের বাড়ির মৃত মো. আলীর ছেলে। অভিযুক্ত মামার নাম আবদুল আজিজ (৬০) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (৩০)।  

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট