রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জন করে সড়কে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোড অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
একাধিক চাকরিপ্রার্থী জানান, আজ স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ পরীক্ষা চলছিল ঢাকা কমার্স কলেজে। পরীক্ষা চলাকালে কলেজের ১ নম্বর ভবনের ৫০৩ নম্বর কক্ষে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে রেখেই পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি হল পরিদর্শকের দায়িত্বের থাকা শিক্ষককে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। এর প্রতিবাদে সাধারণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্তসহ চাকরি পরীক্ষার জন্য এই সেন্টারটি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।
পরীক্ষা বর্জন করে রাস্তা অবরোধের বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাসান মুহতারিন বলেন, ‘পরীক্ষার হলে ছোট একটা বিষয় নিয়ে রাস্তায় নেমেছিল। পরে তাদের বুঝিয়ে তুলে দেওয়া হয়েছে।’
হামলার ঘটনার বিষয়ে এডিসি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। উল্টো পরীক্ষার্থীরা কলেজের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’