হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল ফোন নিয়ে হলে চাকরিপ্রার্থী, পরীক্ষা বর্জন করে বাকিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জন করে সড়কে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোড অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

একাধিক চাকরিপ্রার্থী জানান, আজ স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ পরীক্ষা চলছিল ঢাকা কমার্স কলেজে। পরীক্ষা চলাকালে কলেজের ১ নম্বর ভবনের ৫০৩ নম্বর কক্ষে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে রেখেই পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি হল পরিদর্শকের দায়িত্বের থাকা শিক্ষককে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। এর প্রতিবাদে সাধারণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্তসহ চাকরি পরীক্ষার জন্য এই সেন্টারটি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

পরীক্ষার হলে অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়ে জানতে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ ও হল সচিব আবু মাসুদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে তাঁরা সাড়া দেননি। এরপর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

পরীক্ষা বর্জন করে রাস্তা অবরোধের বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাসান মুহতারিন বলেন, ‘পরীক্ষার হলে ছোট একটা বিষয় নিয়ে রাস্তায় নেমেছিল। পরে তাদের বুঝিয়ে তুলে দেওয়া হয়েছে।’

হামলার ঘটনার বিষয়ে এডিসি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। উল্টো পরীক্ষার্থীরা কলেজের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির