নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে নাশকতার পৃথক দুইটি মামলায় হাইকোর্টের ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে বিএনপি ও ছাত্রদলের পাঁচজন নেতা কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে দুইজনের জামিন মঞ্জুর এবং তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই তিন নেতাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
তাঁরা হলেন–জেলা ছাত্রদলের সহসভাপতি সাঈদ সুমন, সোয়েব সাদেকীন বাপ্পী ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ। অন্যদিকে জামিন পাওয়া দুজন হলেন–জেলা বিএনপির সহসভাপতি মো. ইসমাইল হোসেন মধু ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি।