হোম > সারা দেশ > ঢাকা

৩ দিনব্যাপী সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট।

আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আগামী ২৭ মার্চ থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন। তিনি বলেন, ‘জাতির জনকের জীবনসংগ্রাম সম্পর্কে সবাইকে জানাতে আমাদের এই উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আমরা চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে চাই।’ 

উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক শাহনূর বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধুর কৃতিত্ব সবার সামনে তুলে ধরতে। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের কথা জানতে পারে। প্রতিটি স্কুলে যদি এই চলচ্চিত্রটি দেখানো যেত, তাহলে ভালো হতো। তবে আমরা আশা করব সব বাচ্চা এই চলচ্চিত্র উপভোগ করবে।’ 

উৎসব উদ্বোধনীর দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘তোমারই হোক জয়’। উৎসব চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ