হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার ননী ক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সতীশ রায় আহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সতীশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। কাউকে ধরা করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা