নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রবিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন একই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেনের তারকাটা কারখানায় কাজ করত।
নিহতের ভাই রকি বলেন, ‘আমার ভাই দুপুরে কারখানার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় মাটিতে থাকা বড় স্ক্রু তাঁর মাথার পেছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই আমার ভাই মারা গেছে।’
দুর্ঘটনার বিষয়ে জানতে কারখানাটির মালিক আক্তার হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শিহাব আহম্মেদ বলেন, ‘তারকাটা ফ্যাক্টরিতে বিদ্যুতায়িত হয়ে রবিন নামে এক যুবক মারা গেছেন। আমরা তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’