হোম > সারা দেশ > ঢাকা

এবার উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পালাল ৩ জন 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিনজন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। 

এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের উপর উঠে রয়েছে। যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের। 

বাসটির হেলপার মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরা এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’

এ বিষয়ে উত্তরার ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’ 

আলম হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’ 

অপরদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজন। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা না। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন