হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

চুরি হওয়া বৈদ্যুতিক টান্সফর্মারসহ গ্রেপ্তার ৪ যুবক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে সেচ পাম্পের টান্সফর্মার চুরির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি বৈদ্যুতিক টান্সফর্মারের খণ্ডাংশ জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে জেলার ইটনা, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আসামিরা হলেন—ইটনা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম গ্রামের মো. সায়েম (২২), একই ইউনিয়নের বড়হাটির গ্রামের মাইনুল ইসলাম (২৬), নয়াহাটি গ্রামের মো. লিটন ঠাকুর (২৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের জুয়েল মিয়া (৩৭)। 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার কাস্তুল ইউনিয়নের হাওরে সেচ পাম্পের তিনটি টান্সফর্মার চুরি হয়। আজ একাধিক স্থানে অভিযান চালিয়ে ইটনার বড়িবাড়ী ফেরিঘাট থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ৬টি তামার কয়েল ও চোরাই পণ্য পরিবহনে জড়িত ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও অষ্টগ্রামের ভাতশালা হাওরের ভুট্টা খেত থেকে ট্রান্সফর্মারের তিনটি খালি ট্যাংক জব্দ করা হয়। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মামলা দায়েরর পর অভিযানে নামে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান