হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারসহ ১১ জনের ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা এলাকায় ১৪ বছর আগের নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেদুয়ান।

আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের দুটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়। বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে ছয় মাস ও গাড়ি পোড়ানোর দায়ে প্রত্যেককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে উভয় ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলায় আদালত সাতজনকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিকেল ৫টার সময় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মালিবাগ এলাকায় মিছিল সমাবেশ করেন। তাঁরা মতিঝিল থানার মালিবাগ সোহাগ পরিবহনের বাস কাউন্টারের বিপরীত পাশে রাস্তায় অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ান। এলাকায় ত্রাসের সৃষ্টি করেন।

এসব অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ওই দিনই মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মতিঝিল থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ