হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন জেলা প্রশাসক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে দশম শ্রেণিতে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। 

জানা যায়, আজ দুপুরে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে অফিসে না ঢুকেই সরাসরি দশম শ্রেণির ক্লাসে যান জেলা প্রশাসক। সেখানে গিয়ে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন তিনি। 

এ বিষয়ে শিক্ষার্থী রমজান আলী বলে, ডিসি স্যার আমাদের ক্লাস নিবে কখনো কল্পনাও করেনি। তিনি অনেক সুন্দরভাবে আমাদের পদার্থ বিদ্যা ক্লাস নিয়েছেন। 

আরেক শিক্ষার্থী সুমাইয়া বলে, ডিসি স্যার যখন ক্লাসে ঢোকেন তখন বুঝতেই পারেনি উনি মানিকগঞ্জ জেলা প্রশাসক। যখন তিনি ক্লাস নিতে শুরু করলেন তখন ভেবেছিলাম উনি আমাদের নতুন শিক্ষক। 

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে হবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। 

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজোয়ানা কবির, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান, সহকারী শিক্ষক শিরিন আক্তার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯