হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে তুলার গুদামে আগুন, আহত ৩ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদাম আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় গুদামের ম্যানেজার জাকিরসহ তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতরা হলেন গুদামের কর্মচারী সবুজ, সুমন ও সোলাইমান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

গুদামমালিক আহসান উল্লাহ দিদার বলেন, ‘আজ দুপুরে গুদামে আগুন লাগে। এরপর স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গুদামে থাকা প্রায় অর্ধকোটি টাকার মালামাল (তুলা) পুড়ে গেছে।’ 

এ নিয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আজ দুপুরে ওই তুলার গুদামে আগুন লাগে। এরপর দ্রুত পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’ 

 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল