হোম > সারা দেশ > ঢাকা

আগামী বছরই করোনার খাওয়ার ওষুধ আনছে ফাইজার

ঢাকা: আগামী বছরই করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা।

ফাইজার দুটি অ্যান্টিভাইরাল তৈরির চেষ্টা করছে জানিয়ে সাক্ষাৎকারে বোরলা বলেন, অ্যান্টিভাইরাল ওষুধ দুটির একটি ইনজেকশন এবং আরেকটি মুখে খাওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলে আশা করছি এই বছরের শেষনাগাদ বাজারে আনা যাবে।

ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্য হিল জানিয়েছে, মুখে খাওয়ার ওষুধ এলে কোভিড চিকিৎসা আরো সহজ হবে। কারণ এখন যেমন কোনো অ্যান্টিভাইরাল ওষুধের ইনজেকশন নিতে হাসপাতালে যেতে হয়। খাওয়ার ওষুধের ক্ষেত্রে সে ঝামেলা নেই। ফলে রোগী ঘরে থেকেই চিকিৎসা নিতে পারবেন।

বিশ্বে কোভিডের একমাত্র অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) গত অক্টোবরে ওষুধটি ব্যবহারে পূর্ণ অনুমোদন দেয়। ওষুধটি তৈরি করে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস।

বোরলার বলছেন, করোনাভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ওষুধ অনেক বেশি কার্যকর হবে। ওষুধটি নিয়ে গবেষণা চলছে। আশা করছি, গ্রীষ্মের মধ্যেই আমরা নতুন খবর জানাতে পারবো।

দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নাগরিকদের মধ্যে এ পর্যন্ত ফাইজারের ১২ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির