হোম > সারা দেশ > নরসিংদী

কতিপয় গোষ্ঠী জুলাই অভ্যুত্থানকে ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে: নুরুল হক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

কতিপয় গোষ্ঠী জুলাই অভ্যুত্থানকে তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আজকে আন্দোলন-পরবর্তী আমরা দেখতে পাচ্ছি, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, রাজনৈতিক ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, এই জুলাই গণ-অভ্যুত্থানকেও কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজিতে পরিণত করতে চাচ্ছে।’

আজ শুক্রবার বিকেলে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদ সভাপতি আরও বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের লড়াই-সংগ্রামের ফল। জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। জুলাইয়ের নামে যাঁরা দোকান খুলে ব্যবসা করবেন, তাঁদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে।’

সমাবেশে আরও ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯