হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় সড়কে ধস নামায় দুর্ঘটনার আশঙ্কা

প্রতিনিধি পাংশা (রাজবাড়ী) 

রাজবাড়ীর পাংশা উপজেলায় সংস্কারের দুই বছর পর সড়কে ধস নেমেছে। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ নিয়ে চালকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খুব দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন চালকেরা।

পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাঁধ সড়কে সরেজমিনে দেখা যায়, বাবুপাড়া ইউনিয়নের ভূরকুলিয়া গ্রামের ভূরকুলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় সড়কটির একটি অংশ পুকুরে ধসে পড়েছে। এই সড়ক দিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে চলাচল করছে শত শত যানবাহন। এ ছাড়া অটোভ্যান, নছিমন, করিমন, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ সড়কে। রোগী বহনকারী গাড়িও চলছে প্রতিনিয়ত। এ সড়ক দিয়ে মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাংশা উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, সড়কটি ২০১৯ সালে সংস্কার করা হয়েছে। সড়কের পাশে পুকুর খনন করায় ধস নেমেছে। সড়কের পাশে পুকুর খনন করতে হলে সরকারি বিধিমালা অনুযায়ী সড়কে কর্নার থেকে দশ ফিট জায়গা ফেলে রেখে পুকুর খনন করার কথা। সরকারি বিধিমালা অনুসরণ না করে পুকুর খনন করায় ধস নেমেছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুকুরের মালিক মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমি ২০০২ সালে পুকুরটি খনন করে মাছ চাষ করে আসছি। পুকুরটি খননের সময় সড়কের পাশ দিয়ে সুন্দর করে চালা বেঁধে দিয়েছিলাম। বছর দুয়েক হলো সড়কটি নির্মাণ করা হয়েছে। ভারী বর্ষণে রাস্তার পাশ দিয়ে পানি গড়ে যাওয়ার কারণে ধস নেমেছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা