হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে সংঘর্ষ: দোকানের দুই কর্মচারী তিন দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দান, পুলিশকে মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের দুই কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুই কর্মচারী হচ্ছেন মো. বাবু হোসেন ও মো. কাওসার। গত সোমবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। একই সঙ্গে তিনি দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফ শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ এপ্রিল রাত বারোটার দিকে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন দফায় দফায় সারা দিন সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।

এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।

পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা