'ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের?...এ কেমন বিচার?...মিথ্যার জয় হলো! অভিনন্দন!!...' রাত ৪টায় ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক। সকালে কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। শিক্ষকের নাম লোকনাথ সূত্রধর মৃদুল (২৬)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর কর্মকারবাড়ি এলাকার ক্রিয়েটিভ মডেল ইনস্টিটিউট নামের একটি কিন্ডারগার্টেনের শিক্ষক। আজ শনিবার সকালে ওই কিন্ডারগার্টেনের কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর এলাকায় ক্রিয়েটিভ মডেল ইনস্টিটিউট নামের ওই কিন্ডারগার্টেনের শিক্ষক ও ব্যবসায়িক অংশীদার ছিলেন মৃদুল। কিছুদিন আগে প্রতিষ্ঠানটির আরেক অংশীদারের সঙ্গে বিবাদ হয় তাঁর। গতকাল শুক্রবার রাতে স্থানীয়ভাবে এ নিয়ে সালিস মীমাংসা হয়। সালিস মীমাংসায় মৃদুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে রাতে বাসায় না ফিরে রাতে ওই কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারেই থেকে যান মৃদুল। সকালে সেখানে কর্মরত তাঁর আপন ভাই অজয় সূত্রধর দুদুল, কোচিং সেন্টারের তালা খুলে ভাইয়ের মরদেহ দেখতে পান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, 'নিহতের পরিবার মরদেহ উদ্ধারের পর সৎকারের জন্য শ্মশানে নিয়ে যায়। পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।'