ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোর ফুটপাত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ সোমবার (১৯ মে) ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
যেসব সড়কের ফুটপাত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাতমসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক, মহাখালী হতে গুলশান-১ সড়ক।
প্রশাসকের নির্দেশনায় বলা হয়েছে, ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীদের জরুরি ভিত্তিতে এসব ফুটপাতের মেরামতকাজ শুরু করতে হবে এবং আসন্ন ঈদুল আজহার আগেই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফুটপাত মেরামতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতের মেরামতের আগের ও পরের ছবি সংযুক্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রশাসক।