হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়া নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা আরমিন (৩১) আহমেদকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি সম্প্রতি দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানিয়েছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর সড়কে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা তাকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে কে বা কারা হামলা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

তবে স্বজনদের ধারণা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে। কমিটি গঠনের পর প্রতিবাদ করে দুধ দিয়ে গোসল করার পর তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন অনেকেই। 

আরমিন আহমেদ পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি। তিনি পাকুন্দিয়া পৌর এলাকার বড়বাড়ির মৃত গোলাপ মিয়ার ছেলে। গত ৫ অক্টোবর পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরমিনকে ১ নম্বর সহসভাপতি করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরদিন রাতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি। 

আরমিনের ভাগ্নে নাইমুল ইসলাম রনি জানান, গতকাল রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার বন্ধুকে নিয়ে পাকুন্দিয়ার থানাঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন তাঁর মামা আরমিন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছামাত্র দুটি মাইক্রোবাস তাঁদের থামায়। এরপর ১৫ থেকে ২০ জন যুবক গিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

সঙ্গে থাকা অন্যরা দৌড়ে আত্মরক্ষা করতে পারলেও পড়ে যান আরমিন। তখন হামলাকারীদের একজন চাপাতি দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। অন্যরা হকিস্টিক দিয়ে পিটিয়ে চলে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট