হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পুরানবাজারের ইসলামিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে মাহামুদ সিদ্দিক গতকাল বুধবার সকালে সুপারি বিক্রির জন্য মাদারীপুরে আসেন। পুরানবাজারের বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ইসলামিয়া আবাসিক হোটেলে আসেন। তিনি সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে বিশ্রাম নেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্ষ পরিষ্কার করার জন্য হোটেলের বয় ডাকাডাকি করেন। তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। 

ইসলামিয়া আবাসিক হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যবসায়ীকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মাহামুদ সিদ্দিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। প্রাথমিকভাবে আমাদের তাই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু