হোম > সারা দেশ > ঢাকা

মাসুদ রানা ও কুয়াশা সিরিজের স্বত্ব: আপিলের অনুমতি পেলেন আনোয়ারের উত্তরাধিকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বই নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। তাঁদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন। 

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও হামিদুল মিসবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মো. ইফতাবুল কামাল। খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আপিলের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ওই বইগুলো বেচাকেনার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন।’

 এর আগে, এর আগে ২০২০ সালের ১৪ জুন কপিরাইট অফিস বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারীর প্রতি নির্দেশ দেন। পরে রেজিস্ট্রার অব কপিরাইটসের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগস্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই সময় রুল দিয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেওয়া আদেশ স্থগিত করেন আদালত।

 চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে রায় দেন। সেই সঙ্গে কপিরাইট অফিসের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। এ কারণে কপিরাইট অফিসের সিদ্ধান্ত বহাল থাকে। যাতে মাসুদ রানা সিরিজের ২৬০ ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমেরই মালিকানা স্বত্ব বজায় থাকে। 

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি মারা যান কাজী আনোয়ার হোসেন। 

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি