হোম > সারা দেশ > ঢাকা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সেগুনবাগিচায় প্রতিদিন নিম্ন আয়ের খেটে খাওয়া প্রায় সাড়ে তিন শ ভাসমান মানুষকে ইফতার করায় জুম বাংলাদেশ নামের একটি সংগঠন। গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনের দৃশ্য। ইফতারের সময়ের আগে আগে সারি দিয়ে রাখা হচ্ছে ইফতারসামগ্রী। সেখানে সুশৃঙ্খলভাবে সারি বেঁধে বসে যাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সময় হতেই মুখে তুলে নিলেন পানি ও খাবার।

জানা গেল, পথশিশু, রিকশাচালক, হকার, ভ্যানচালকসহ শ্রমজীবী এবং সহায়হীন মানুষ ইফতারে মিলিত হন এখানে। অনেকে অংশ নেন সেহরিতেও। উদ্যোগটি বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’-এর।

জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শাহীন প্রধান জানিয়েছেন, এই আয়োজন সফল করতে তাঁদের একঝাঁক স্বেচ্ছাসেবী কাজ করছেন। রমজানের প্রতিদিন দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত ইফতার ও সেহরির খাবার তৈরিতে কাজ করেন তাঁরা। পুরোপুরি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চলে এ কাজ।

শাহীন প্রধান বলেন, স্বেচ্ছাসেবীদের এই নিবেদন ও আন্তরিকতা উপকারভোগী অসহায় মানুষের মন ছুঁয়ে যায়। তাদের কথায় ও নীরব অভিব্যক্তিতে ঝরে পড়ে কৃতজ্ঞতা।

শাহীন প্রধান বললেন, সেগুনবাগিচায় চিটাগাং হোটেলের পাশে ইফতার ও সেহরির খাবারগুলো তৈরি করার জন্য একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছে। যে কেউ চাইলে সেখানে গিয়ে সরাসরি তাঁদের কর্মকাণ্ড দেখে সাধ্যমতো সহায়তা করতে পারেন।

জুম বাংলাদেশ ৩ বছর ধরে এই আয়োজন করে আসছে। তারা প্রতিদিন ৫০০ মানুষের জন্য খাবার তৈরি করছে। ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

ইফতারের সময় একজন বয়স্ক লোক এসে আয়োজকদের খুঁজছিলেন। শাহীন প্রধান এগিয়ে গেলে বয়স্ক মানুষটি তাঁর হাতে কিছু অর্থ তুলে দেন। নাম না জানিয়ে ওই দাতা বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এখানে কিছু দান করব। গরিব মানুষের জন্য এ রকম আয়োজন আরও হওয়া উচিত।’

জুমের এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। দনিয়া কলেজ থেকে স্নাতক শেষ করা শান্তা আক্তার তাঁদের একজন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে আমি জুম বাংলাদেশের সঙ্গে যুক্ত। পড়ালেখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করতে আমার ভালো লাগে।’

আরেক স্বেচ্ছাসেবী তানজীম হোসাইন ঐশী পড়েন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে। ২০২১ সাল থেকে তিনি জুমের স্বেচ্ছাসেবার কাজে যুক্ত। ঐশী বললেন, ‘আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হই মূলত শিক্ষক হিসেবে। পথশিশুদের পড়াই। পাশাপাশি এই সাময়িক আয়োজনগুলোয়ও অংশ নিই।’

জুম বাংলাদেশের জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল শিশুদের শিক্ষাদানের কাজ করে আসছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক