হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে বিএনপি নেতা আলাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আজ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের প্রসিকিউশন দপ্তরের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকের পর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের দায়ের করা এই মামলায় বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় রাজারবাগ পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ক্যানটিনে ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশকে মারধর ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক