হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারী দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ডিবি পুলিশের অভিযানে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার ফরিদপুর ডিবি পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন সাবেক সেনাসদস্য (এমওডিসি) মো. আনোয়ার হোসেন বাবু (৫৪) এবং তাঁর ছেলে লিমন বাবু (২৪)। তাঁদের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে। 

ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিকুল ইসলাম জানান, ডিজিএফআই ফরিদপুর জেলার প্রতিনিধির দেওয়া সূত্র ধরে ফরিদপুর শহরস্থ হাউজিং স্টেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেন বাবু ও তাঁর ছেলে লিমন বাবুকে আটক করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাঁদের কাছ থেকে আটটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, চাকরি দেওয়ার নাম করে পুলিশ, অ্যাভিয়েশন বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আবেদনকারীদের জীবনবৃত্তান্তের কপি এবং ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, উক্ত কাজে ব্যবহৃত একাধিক সিম, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন কাগজপত্র এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। 

রাকিকুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল