হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ২০ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায় । আজ রোববার  সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদরের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীরা জানায় , সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ের আগে পুলিশ লাইনস এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী কাজী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি বাসের সামনের চাকার সামনের অংশে ঢুকে যায় এবং প্রাইভেট কারটিতে আগুন ধরে। তখন আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারটির চালক ও এক আরোহীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান , এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বাস এবং প্রাইভেটকার থাকা মোট কতজন যাত্রী আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত বলতে পারছি না। গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন