হোম > সারা দেশ > ঢাকা

রানা প্লাজার ১০ বছর, সাভারে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্তিতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত ও আহতদের স্বজন ও শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। আজ সোমবার সকালে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজার সামনের স্মৃতিস্তম্ভ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

আহত শ্রমিক, নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে এ সময় উপস্থিত ছিল গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। একে একে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। 

এ সময় রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিক ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য চার দফা দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দাবিগুলো হলো—শ্রমিকের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন, বিনা মূল্যে আজীবন চিকিৎসা ও রানা প্লাজার মালিকের দ্রুত বিচার। 

জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, ‘অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি, ক্ষতিপূরণের আইন বদল করতে হবে। রানা প্লাজার ঘটনা পোশাক শ্রমিকদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সারা দুনিয়ার কারখানার ইতিহাসে এটি বিরল ঘটনা। এই দুঃসহ স্মৃতি আমরা কখনো ভুলতে পারব না।’ 

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (বিজিএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্ণ হলেও এখনো দোষীদের শাস্তি হয়নি, মেলেনি শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের কথা দিয়েও কথা রাখেনি। 

পুষ্প অর্পণ শেষে প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন, নিহতদের পরিবার পরিজন এখন পর্যন্ত সম্মানজনক ক্ষতিপূরণ পেল না। আহত শ্রমিকেরা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। সরকারের কাছ থেকে যতটুকু সাহায্য পেয়েছে তা অতি সামান্য।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ হাজার ১৩৮ জন শ্রমিক। এ ছাড়া আহত হন সহস্রাধিকের বেশি শ্রমিক।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ