হোম > সারা দেশ > ঢাকা

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এমপিওভুক্ত ১৩০ জন শিক্ষকের করা রিট নিষ্পত্তি করে আজ সোমবার এই রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য জনবলকাঠামো অনুযায়ী নীতিমালা প্রণয়ন করতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালে জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে ৯০ দিনের মধ্যে নীতিমালা প্রণয়ন করতে নির্দেশনা দেওয়া হয়।

রিটকারীদের পক্ষে  ছিলেন  আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। অপর দিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রায়ের পরে  আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রিটকারীগণ দেশের বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক। তারা অনেকেই তাদের তাদের নিজ জেলা-উপজেলার বাইরে কর্মরত আছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য কোনো নীতিমালা না থাকায়, তারা দীর্ঘদিন বদলি হতে না পেরে মানবেতর জীবন-যাপন করছেন।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি