নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির দোতলা থেকে পড়ে মোহাম্মদ সাদাফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘শিশুটি আজ দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি হয়। বেলা সোয়া ৩টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
নিহত সাদাফ ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার রাজু আহমেদের ছেলে। ঘটনার সময় সাদাফ পোষা বিড়ালের সঙ্গে খেলা করছিল বলে জানা গেছে।
রাজু আহমেদ বলেন, ‘আজ সকালে বাসার দোতলায় খালি স্থানে আমার ছেলে বিড়ালের সঙ্গে খেলছিল। ১১টার দিকে খেলতে খেলতেই এক সময় নিচে পড়ে যায়। উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল নিয়ে যাই। সেখানে ৩টার দিকে আমার বাচ্চা মারা যায়।’