হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বালু লুটের অভিযোগে বিএনপি নেতাকে আটক করল যৌথবাহিনী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার সকালে পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুরে পিন্টুকে পুলিশের হাতে হস্তান্তর করেছে যৌথবাহিনী। এই ঘটনায় থানায় মামলার কার্যক্রম চলছে।’

প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ বলেন, ‘আড়াইহাজারের মেঘনা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে ঢাকায় বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের কাজ করছে চায়নিজ একটি কোম্পানি। এর পাইপ লাইন আড়াইহাজার থেকে রূপগঞ্জের ওপর দিয়ে ঢাকা ওয়াসায় যুক্ত হবে। এই কাজের জন্য একটি সাব অফিস তারাব এলাকায় নির্মাণ করা হয়েছে। সেখানে প্রকল্পের যাবতীয় মালামাল ও ওয়েস্টেজ মজুত রাখা হয়।

আকন্দ রিয়াদ মুর্শেদ আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই পিন্টু এই সাব অফিসে ঝামেলা করে আসছিলেন। এখানকার স্ক্রাব ও ওয়েস্টেজ নিয়ে যাওয়ার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চায়নিজ কোম্পানির কাছে। গত ২৩ সেপ্টেম্বর কাঞ্চন নলপাথর এলাকা থেকে দুই গাড়ি বালু লোড করে সাব অফিসে নিচ্ছিলেন শরিফ সরকার ও আরমান। পথে পিন্টু তাঁদের মারধর করে বালু আনলোড করে নিয়ে যান। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তাঁকে আটক করা হয়।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু