হোম > সারা দেশ > ঢাকা

ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার কাদেরের ৭ কোটি টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদের। ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপপরিচালক মাহবুবুল আলম প্রোগ্রামার কাদেরের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী রাজধানীর শ্যামপুরে একটি দশতলা ভবন ও বাসাবো কদমতলীর হক আবাসিক সোসাইটির একটি ছয়তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

আবেদনে বলা হয়, আবদুল কাদের ক্ষমতার অপব্যবহার করে ত্রাণের অর্থ আত্মসাৎ এবং বদলি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্ত আবদুল কাদের যেকোনো সময় দেশ ত্যাগ করে পালাতে পারেন। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১