হোম > সারা দেশ > ঢাকা

ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার কাদেরের ৭ কোটি টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদের। ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপপরিচালক মাহবুবুল আলম প্রোগ্রামার কাদেরের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী রাজধানীর শ্যামপুরে একটি দশতলা ভবন ও বাসাবো কদমতলীর হক আবাসিক সোসাইটির একটি ছয়তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

আবেদনে বলা হয়, আবদুল কাদের ক্ষমতার অপব্যবহার করে ত্রাণের অর্থ আত্মসাৎ এবং বদলি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্ত আবদুল কাদের যেকোনো সময় দেশ ত্যাগ করে পালাতে পারেন। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ