হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বক্তব্য দিচ্ছেন গণশিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। আর এ বাংলাদেশ প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেনারেল পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাছীহুর রহমান। এরপর অতিথিরা সশস্ত্র বাহিনী দিবস ২০০৪ উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ দলের আটজন সদস্য উপস্থিত ছিলেন।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার